আমাদের নখগুলো সুন্দর ধবধবে চকচকে রাখার জন্য একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটি তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি বাটির মধ্যে একটু টুথপেস্ট পেস্ট নিতে হবে, যেকোনো ধরনের পেস্ট নিলেই চলবে কিন্তু পেপসোডেন্ট হলে ভালো হয়।অবশ্যই টুথপেস্ট এর সাথে আপনাকে যোগ করতে হবে এক চামচ লেবুর রস (লেবুর রস দিলেও চলবে না দিলেও চলবে)।এখন আপনাকে ২ টা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।মিশ্রণটি তৈরি হয়ে গেলে আপনাকে আপনার হাত-পায়ের নখে মিশ্রণটি লাগাতে হবে।তবে অবশ্যই মিশ্রণটি আপনার নখে লাগানোর আগে আপনার নখ গুলো পানিতে ভিজিয়ে নিন। হাত পায়ের নখ গুলো ভিজানোর পর, আপনার তৈরীকৃত মিশ্রণটি সুন্দর করে ভালোভাবে আপনার নাখের উপরে ভিতরে কিছুক্ষণ লাগিয়ে রাখুন।তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি পরিষ্কার ব্রাশ দিয়ে আপনার নখ গুলো সুন্দর করে ঘষে নিন।এভাবে আপনার হাত পায়ের প্রত্যেকটা নখ পরিষ্কার করার পরে ঠান্ডা এবং পরিষ্কার পানি দিয়ে হাত পায়ের নখ গুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে ।ধোয়া হয়ে গেলে নখের ভিতর একটু সুন্দর করে পরিষ্কার করে নিন।তারপর তোয়ালে দিয়ে হাত মুছে শুকিয়ে নিতে হবে,এরপরে আপনাকে একটি পাত্রে এক চামচ খাঁটি নারকেল তেল নিতে হবে।এখন এই নারকেল তেল প্রতিটি নখ ও নখের ভিতরে ভালো করে লাগিয়ে নিন।সত্যি কথা বলতে নারকেল তেল হাত এবং হাতের নখের জন্য অসাধারণ মশ্চারাইজ কাজ করে থাকে। এরপরে পরিষ্কার তুলা বা কাপড় দিয়ে নারকেল তেল ভিজিয়ে আপনার নখে সুন্দর করে ঘষতে থাকুন প্রতিটি নখে।এভাবে যদি আমরা প্রতিদিন একটু নারকেল তেল লাগিয়ে একটু পরিষ্কার করি তাহলে আমাদের নখগুলো অনেক মসৃণ ও হেলদি থাকবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। নিয়মিত নারকেল তেলের ব্যবহারে যেমন হাত-পায়ের নখের শুষ্কতা দূর হয়ে নখ যেমন মসৃণ ও হেলদি হয়,ঠিক তেমনি নিয়মিত নারকেল তেল ব্যবহারে হাত-পায়ের ত্বক অনেক ভালো থাকে।
তবে একটি কথা আমাদের সকলেরই মনে রাখতে হবে!স্বাস্থ্যোজ্জ্বল ত্বক ও চুলের জন্য বাহির দিক থেকে যেমন যত্ন নিতে হবে ঠিক তেমনি প্রচুর পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে।যাতে শরীরের ভেতর থেকে পুষ্টি যোগায়।এজন্য প্রচুর পরিমাণে সবজি খেতে হবে যেমন টমেটো,বকলি,গাজর,পালং শাক এগুলো ত্বক ও চুলের জন্য অনেক উপকারী।এছাড়া তরমুজ,মিষ্টি আলু,শসা এগুলো ত্বকের জন্য অনেক উপকারী।ডিম, দই এবং প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খেতে হবে।এর পাশাপাশি আপনি যে কোন প্রকারের বাদাম খেতে পারেন।তো বন্ধুরা এই ছিল আজকের আর্টিকেল যদি কিছু শিখতে পারেন অবশ্য একটি কমেন্ট করে যানাবেন।
0 মন্তব্যসমূহ