ব্রণ দূর করার সহজ পদ্ধতি:-
আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চারটি এমন কার্যকারী প্রাকৃতিক উপায়,যে কোন একটি প্রয়োগ করলে আপনার মুখের ব্রণ দূর হয়ে যাবে। তো বন্ধুরা আগে আমাদের জানা প্রয়োজন ব্রণ আসলে কি বা কেন হয়? সিবাসিয়াস গ্রন্থি সিবাম নামে এক ধরনের তৈলাক্ত পদার্থ নিঃসরণকরে,যা মুখের ত্বককে মসৃণ রাখে। কোন কারনে সেবাসিয়াস গ্রন্থি এর নালির মুখ বন্ধ হয়ে গেলে সিবাম নিঃসরণে বাধা সৃষ্টি হয় এবং তা ভিতর জমে ফুলে ওঠে যেটি আমাদের কাছে সাধারণত ব্রুনো নামে পরিচিত। ব্রোনো তৈরি হওয়ার পর্যায় এর মুখ বন্ধ থাকায় তা বাইরে থেকে সদাটে দেখায়। ১৩ থেকে ১৯ বছর পর্যন্ত শতকরা ৯০ জনের এই রোগটি হয়ে থাকে। ২০ বছর বয়সের পর থেকে এটি নিজে থেকেই ভালো হয়ে যেতে থাকে। তবে এর ব্যতিক্রম যে হয় না তা নয়। কখনো কখনো ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত ব্রণ দেখা দিতে পারে এবং অনেক বয়স পর্যন্ত স্থায়ী হতে পারে। অনেক বকর-বকর করলাম চলুন এবার দেখে নেই কিভাবে এই ব্রোনো থেকে আপনি মুক্তি পাবেন।
১/ চন্দন বেটে তাতে এক চামচ গোলাপজল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে গোসল করা ঠিক ৩০ মিনিট আগে মুখে লাগিয়ে,আধাঘন্টা পরে গোসল করে ফেলুন। একটানা ১৫ দিন এভাবে মুখে লাগানোর আপনার মুখের সমস্ত ব্রণ দূর হয়ে যাবে।
২/ ১ চামচ বেসন,১ চামচ শুকনো নিমপাতা এবং এক চামচ ঠান্ডা দুধ মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন,গোসল করতে যাবার ৪৫ মিনিট আগে মুখে লাগাতে হবে। ৪৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলে তারপর গোসল করতে যাবেন। এভাবে পরপর সাতদিন এটি প্রয়োগ করলে ভালো ফল পাবেন।
৩/ ব্রনো উঠার পর অনেকেরই মুখে হালকা একটি কালো দাগ বা স্পট দেখা দেয়। এই স্পটগুলো দূর করতে চাইলে সামান্য কয়েকটি বাদাম, এক চামচ বেসন আধা চামচ লেবুর রস এবং এক চামচ শশার রস ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। গোসলের ৩০ মিনিট আগে এটি লাগাবেন এভাবে মাএ ১০ দিন লাগালে আপনার মুখের ব্রণের দাগ দূর হয়ে যাবে।
৪/ সপ্তাহে দুই থেকে তিন দিন লেবুর রস,শশার রস এবং টমেটোর রস চারভাগের একভাগ করে নিয়ে। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগালে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মুখের সমস্ত ব্রণ দূর হয়ে যাবে।
তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে মুখের ব্রণ দূর করবেন।এগুলো করার পরেও যদি আপনার মুখের ব্রণ দূর না হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন।উন্নত মানের চিকিৎসা করুন।ব্রনো খুবই খারাপ একটি রোগ।মাথায় রাখবেন অনেক বেশি দেরি হলে মুখে কালো কালো দাগ হয়ে যাবে।যেটি সারানোর জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।
0 মন্তব্যসমূহ