ফর্সা হওয়ার আকর্ষণীয় উপায়
আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি বিষয় শেয়ার করব। ফর্সা ও সুন্দর চেহারার অধিকারী কে না হতে চায়। আমাদের সবারই মন চায় সবার থেকে একটু আলাদা ভাবে নিজেকে আকর্ষণীয় করতে। ফর্সা উজ্জ্বল ও গোলইং ত্বক পাওয়ার জন্য আমরা প্রায়শই পার্লারে যাই ফেসিয়াল করার জন্য একই সাথে আমরা প্রচুর টাকা ব্যয় করে থাকি শুধু ফেসিয়ালের পিছনে। কিন্তু তাতে আমরা আশানুরূপ রেজাল্ট পাই না। তাই আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে মধুর সাহায্যে ইনস্টল ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে পারেন। যাতে আপনাকে পার্লারে গিয়ে আর ফেসিয়াল না করাতে হয় এবং টাকা ব্যয় না করতে হয়। বন্ধুরা মধু আমাদেরকে ইনস্টল ফর্সা ও উজ্জ্বল করে দিতে অসাধারণ কার্যকর একটি প্রাকৃতিক উপাদান। তো চলুন দেখে নিই কিভাবে এই মধুর সাহায্যে ইনস্ট্যান্ট ফর্সা ও উজ্জ্বল ত্বক পাওয়া যায়। তো বন্ধুরা এই মধুর ফেসিয়াল এর চারটি স্টেপ রয়েছে।
1st Step (Honey Skin Brightening Cleanser)
এর জন্য আপনাকে প্রথমে একটি বাটিতে এক চামচ মধু নিয়ে নিতে হবে। এরপর এর সাথে যোগ করতে হবে দু চামচ কাঁচা দুধ। আর তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমাদের ক্লিনজারটি তৈরি হয়ে গেছে। এবার একটি নরম কাপড় বা তুলা দিয়ে মুখের উপর সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিন হবে। এই মিশ্রণটি আপনার ত্বকের থেকে সমস্ত ধুলাবালি ময়লা এবং তৈলাক্ত ভাব দূর করবে। এভাবে ভালোভাবে পরিষ্কার করার পর ত্বকে ধুয়ে ফেলুন।
2nd Step (Honey Skin Brightening Scrubber)
উপাদানটি তৈরি করার জন্য সর্বপ্রথম একটি বাটিতে এক চামচ মধু নিয়ে নিতে হবে তারপর এরমধ্যে যোগ করতে হবে হাফ চামচ কফি পাউডার। আর হাফ চামচ চিনি। আর তারপরে সমস্ত উপাদানগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে আপনি আপনার হাতের সাহায্যে ৫ মিনিট পর্যন্ত ম্যাসাজ করুন। এই উপাদানটি আপনার মুখে ম্যাসাজ করার মাধ্যমে আপনার মুখের সকল ডেড স্কিন দূর হয়ে ত্বক হয়ে উঠবে বাচ্চাদের মত নরম ও আকর্ষণীয়।ম্যাসাজ করা শেষ হয়ে গেলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
3rd Step (Honey Skin Brightening Glow Massage)
এটি তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি বাটিতে ১ চামচ টক দই এর মধ্যে এক চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে আপনি আপনার হাতের সাহায্যে ১০ মিনিট আপনার ত্বকের উপর ম্যাসাজ করুন। এই টক দই আর মধুর মিশ্রণ টি আপনার মুখের কালো দাগ এবং রোদের আলো থেকে আসা কালো দাগ গুলো দূর করবে। এবং আপনার ত্বককে করে তুলবে আরও উজ্জ্বল ও ফর্সা। এভাবে ১০ মিনিট ম্যাসাজ করার পরে ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
4ta Step(Honey Skin Brightening Glow Facepack)
ফেসপ্যাকটি তৈরি করার জন্য সবার প্রথমে একটি বাটিতে এক চামচ বেসন নিতে হবে তারপর এর মধ্যে এড করতে হবে ১ চামচ মুলতানি মাটি,এক চামচ মধু আর এক চামচ লেবুর রস আর সবার শেষে অল্প একটু দুধ নিয়ে ভাল করে মিক্স করে নিন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে এরপর মিশ্রনটিকে ভালো করে আপনার ত্বকে এপ্লাই করে নিতে হবে। এই প্যাকটি আপনার মুখের সমস্ত দাগ দূর করার জন্য সব থেকে বেশি কার্যকরী। এই প্যাকটি ব্যবহারের ফলে আপনার ত্বকটা ইনস্টল ফর্সা ও উজ্জ্বল হয়ে ওঠবে। প্যাকটি মুখে লাগানোর পরে ভালভাবে মুখে শুকিয়ে নিন। প্যাকটি যখন সম্পূর্ণ মুখের উপর শুকিয়ে যাবে তখন সুন্দর করে একটি নরম কাপড় দিয়ে আপনার ত্বক টি মুছে ফেলুন।
তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ত্বককে আরও আকর্ষনীয় এবং উজ্জ্বল করে তুলতে পারেন।এভাবে আপনি প্রতি সপ্তাহে একবার আপনার মুখে এপ্লাই করলে আপনার চেহারা আগের থেকে আরো আকর্ষণীয় ও সুন্দর হয়ে উঠবে। আর এই প্যাকটি আপনি ৪ থেকে ৫ বার ব্যবহার করলে আপনি ভিতর থেকে ফর্সা হয়ে যাবেন।
1 মন্তব্যসমূহ
Good
উত্তরমুছুন